প্রতি মিনিটে মৃত্যু করোনায় ৭ আর ক্ষুধায় ১১ জনের : অক্সফাম

করোনাভাইরাসের সৃষ্ট মহামারিতে প্রতি মিনিটে বিশ্বজুড়ে মারা যাচ্ছেন সাতজন। আর মিনিটে ক্ষুধায় মৃত্যু হচ্ছে ১১ জনের।

শুক্রবার আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফামের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

সংস্থাটি বলছে, ২০১৯ সালে বিশ্বে যে পরিমাণ মানুষ না খেয়ে মারা গেছে, ২০২০ সালে সেই সংখ্যা ৬ গুণ বেড়েছে।

অক্সফামের প্রতিবেদন অনুযায়ী, সহিংসতা এবং জলবায়ু পরিবর্তনের কারণে দরিদ্র মানুষের সংখ্যা বাড়ছে। মহামারি এই দরিদ্র মানুষের সংখ্যাবৃদ্ধির ক্ষেত্রে আরও প্রভাব ফেলেছে। মহামারির পর বৈশ্বিকভাবে খাবারের দাম বেড়েছে ৪০ শতাংশ।
বর্তমানে দেখা যাচ্ছে, করোনাভাইরাসের চেয়ে বেশি মানুষ মারা যাচ্ছে দুর্ভিক্ষে।

আন্তর্জাতিক এই দাতব্য সংস্থার দেওয়া তথ্য অনুসারে, বিশ্বজুড়ে চরম ক্ষুধায় রয়েছে সাড়ে ১৫ কোটি মানুষ। এই সাড়ে ১৫ কোটি মানুষের মধ্যে প্রতি তিন জনে দু’জনের বসবাস সহিংস ও যুদ্ধবিধ্বস্ত দেশে।