প্রতীক পাননি হিরো আলম
হাইকোর্টের আদেশে প্রার্থিতা ফিরে পেলেও নির্বাচনী প্রতীক বরাদ্দ পাননি আলোচিত অভিনেতা হিরো আলম। এ কারণে ভোটের প্রচারও শুরু করতে পারছেন না বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের স্বতন্ত্র এ প্রার্থী।
গতকাল বুধবার থেকেই নির্বাচনী প্রচার শুরু করার কথা ছিল হিরো আলমের। সেই মোতাবেক নির্বাচন কমিশনে হাইকোর্টের আদেশের কপি মঙ্গলবার জমা দিয়ে রাতেই এলাকায় যান তিনি।
পরিকল্পনা ছিল বুধবার সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে গিয়ে পছন্দের প্রতীক সিংহ চাইবেন। সেই প্রতীক নিয়ে ওই দিনই ভোটের মাঠে নামবেন।
হিরো আলম পরিকল্পনামাফিক বুধবার সকালে বগুড়ায় ফিরে ওই আদেশের কপি রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করেন।
এ সময় তিনি ‘সিংহ’ প্রতীক চান। তার প্রতীকের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা কোনো আপত্তি করেননি।
তবে হিরো আলমের দাখিল করা হাইকোর্টের আদেশের কপিটি যাচাইয়ের কথা বলে বুধবার সন্ধ্যা পর্যন্ত তাকে প্রতীক বরাদ্দ দেয়া হয়নি। এতে করে হিরো আলমের প্রচার আটকে যায়।
বগুড়া সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহবুব আলম শাহ এ বিষয়ে জানান, আশরাফুল আলম (হিরো আলমের প্রকৃত নাম) আদালতের দেয়া যে আদেশের কপি দাখিল করেছেন তা যাচাই-বাছাইয়ের জন্য নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে।
কমিশন এখন যে নির্দেশনা দেবে, সেই অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে।
নির্বাচন কমিশনের কালক্ষেপণে বিরক্ত হিরো আলম তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, যত প্রতিবন্ধকতাই আসুক না কেন, আমি নির্বাচনে লড়বই। আমি এর শেষ দেখে ছাড়ব।
হিরো আলম জানান, বৃহস্পতিবার প্রতীক পাব বলে আশা করছি। প্রতীক পাওয়ামাত্রই ভোটের প্রচারে মাঠে নামব।
বগুড়া-৪ আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন চেয়েছিলেন হিরো আলম। কিন্তু পাননি। এর পর স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দেন তিনি। জেলা রিটার্নিং অফিসার তার মনোনয়ন বাতিল করেন। ইসিতে আপিল করেন হিরো আলম।
এর পর ৬ ডিসেম্বর প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে হিরো আলমের আপিল নামঞ্জুর করে নির্বাচন কমিশন। ইসিতে ব্যর্থ হয়ে উচ্চ আদালতে আপিল করেন হিরো আলম।
গত সোমবার নির্বাচন কমিশনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ সোমবার হিরো আলমের মনোনয়ন গ্রহণের নির্দেশ দেন।
প্রসঙ্গত, ইউটিউবে বিচিত্র অভিনয়, গান আর নাচ দেখিয়ে দেশব্যাপী আলোচনায় আসেন হিরো আলম। তার প্রকৃত নাম আশরাফুল আলম। তিনি এর আগেও স্থানীয় নির্বাচনে অংশ নেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচিত এই ‘হিরো’।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন