প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন এ আর রহমান
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেছেন বাংলাদেশ সফররত বিশ্বনন্দিত ভারতীয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক এ আর রহমান।
মঙ্গলবার বিকালে গণভবনে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত ‘এ আর রহমান কনসার্টে’ সংগীত পরিবেশনা করবেন এ আর রহমান।
বিসিবির আয়োজনে এ কনসার্টে তিনি বঙ্গবন্ধুর সম্মানে তৈরি বাংলা ও হিন্দি গানের পাশাপাশি তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বহুল কাঙিক্ষত এই কনসার্টে এআর রহমান গাইবেন ৩৫টি গান। অস্কারজয়ী এই শিল্পী তিন ঘণ্টা পারফর্ম করবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উপস্থাপনা করবেন বাংলাদেশি উপস্থাপিকা রুমানা মালিক মুনমুন। দেশের জনপ্রিয় শিল্পী মমতাজও গান গাইবেন। পরিবেশনা থাকবে বিখ্যাত ব্যান্ড মাইলসেরও।
এ আয়োজনে মুজিববর্ষের থিম সং গেয়ে শোনাবেন এআর রহমান। মঞ্চে তাকে দেখা যাবে সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন