প্রধানমন্ত্রীর সঙ্গে সুষ্ঠু নির্বাচন নিয়ে কথা হয়েছে : ব্রিটিশ মন্ত্রী
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/02/c606e1f47513f56927f94ec09d42ff62-5a7dd90a2db5b.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সফররত ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে কথা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী।
বরিস জনসন আরো বলেন, ‘রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত শুরু না করলে বিষয়টি জটিল হতে পারে।’ এর সঙ্গে একমত পোষণ করে শেখ হাসিনা বলেন, ‘প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করার ব্যাপারে অং সান সু চির ভূমিকা রাখা উচিত।’
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বলেন, ‘দুদেশের পারস্পরিক সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা হয় বৈঠকে।’ তিনি বলেন, ‘বাংলাদেশের সাফল্য বাড়ছে। এ নিয়ে আলোচনা হয়েছে।’
বরিস জনসন বলেন, ‘অবাধ ও সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে।’
পরে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘পদ্মা’য় বরিস জনসন বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে। এসময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব শহীদুল হকসহ অন্যরা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ারমারের ভূমিকা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
বরিস জনসন বলেন, ‘অন্যক্ষেত্রে (মিয়ানমার) এ নিয়ে কীভাবে কাজ করা যায় তা আন্তর্জাতিক সম্প্রদায়কে ভাবতে হবে। আমরা রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাকর প্রত্যাবাসন দেখতে চাই।’
এছাড়া ব্রিটিশ পররাষ্টমন্ত্রী ইঙ্গিত দেন, ঢাকা-লন্ডন বিমানে কার্গো পরিবহন চালু হওয়া সময়ের ব্যাপার।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন