প্রসূতির পেটে তোয়ালে রেখে সেলাই

হবিগঞ্জ শহরে চাঁদের হাসি হাসপাতালে সিজারের সময় প্রসূতির পেটে তোয়ালে রেখে সেলাই করেছেন চিকিৎসক।

দীর্ঘদিন পেটে তোয়ালে থাকায় শরীরে ইনফেকশন বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। ৩ মাস পর অস্ত্রোপচারের মাধ্যমে রোগীর পেট থেকে ওই তোয়ালে বের করা হয়েছে।

সিভিল সার্জন ডা. সুচিন্ত চৌধুরী জানান, এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

রোগীর স্বামী সঞ্জীব সরকার জানান, তার স্ত্রীর অবস্থা দেখে তিনি হতভম্ব হয়ে পড়েন। কী করবেন ভেবে পাচ্ছিলেন না।

২৩ আগস্ট শহরের শায়েস্তানগরের বাসিন্দা সঞ্জীব সরকারের স্ত্রী মল্লিকা দাসকে প্রসব করানোর জন্য কোর্ট মসজিদসংলগ্ন চাঁদের হাসি হাসপাতালে ভর্তি করা হয়।

নিয়ম অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষ তাকে হাসপাতালে ভর্তি করে সিজারের উদ্যোগ নেয়। ওই দিনই তার সিজার করেন ডা. এস কে ঘোষ। সিজারের পর মল্লিকার পেটের ভেতর একটি তোয়ালে রেখেই সেলাই করেন চিকিৎসক।

এর কয়েক দিন পর থেকেই মল্লিকা পেটে ব্যথা অনুভব করতে থাকেন। ব্যথা বাড়ায় বেশ কয়েক দিন পর আবারও তাকে চাঁদের হাসি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার কিছু পরীক্ষা করে ধারণা করেন পেটের ভেতর কিছু রয়ে গেছে।

শেষ পর্যন্ত আরও একাধিক পরীক্ষা-নিরীক্ষা শেষে শুক্রবার শহরের অপর ক্লিনিক হেলথ কেয়ারে নিয়ে তাকে ভর্তি করা হয়।

রাতে তার পেটে আবারও অস্ত্রোপচার করেন ডা. আবুল কালাম চৌধুরী। এ সময় তার পেট থেকে একটি তোয়ালে বের করা হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালেই চিকিৎসাধীন আছেন।