প্রার্থিতা ফিরে পাই আর না পাই মাথানত করব না : হিরো আলম

প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন মিউজিক ভিডিওর অভিনয় থেকে রাজনীতিতে হিরো আলম।সোমবার নির্বাচন কমিশনে প্রার্থিতা ফিরে পেতে আপিল করেন তিনি।

আপিলেও প্রার্থিতা ফিরে না পেলে কি করবেন-এমন প্রশ্নের জবাবে হিরো আলম গণমাধ্যমকে বলেন, আমি জিরো থেকে হিরো হয়েছি। জনগণ আমাকে জিরো থেকে হিরো বানিয়েছে। জিরো থেকে এতদূর এসেছি। আমি অবশ্যই লড়াই চালিয়ে যাব। শেষ পর্যন্ত আমি বীরের মতো লড়াই করে যাব। প্রার্থিতা ফিরে পাই আর না পাই, কারও কাছে মাথানত করব না।

মনোনয়ন ফিরে না পেলে কাউকে সমর্থন দেবেন কিনা এমন প্রশ্নে হিরো আলম বলেন, এমনটি হলে আমি হিরো আলম বসে থাকব না। আমার ব্যক্তি ইমেজ কাজে লাগিয়ে যে কোনো একটি পক্ষের হয়ে কাজ করব।

কোন পক্ষকে সমর্থন দেবেন-এমন প্রশ্নে তিনি বলেন, কোন পক্ষে কাজ করব তা এখনই বলব না। সময় হলে সব জানতে পারবেন।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মনোনয়নপত্র জমা দেন হিরো আলম।সমর্থকদের সাক্ষরে মিল না থাকায় তার প্রার্থিতা বাতিল হয়ে যায়।

আপিল শেষে হিরো আলম গণমাধ্যমকে বলেন, এ ষড়যন্ত্রকারীরা আমাকে এমপি হতে দেবে না। এ জন্য ষড়যন্ত্র করে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

ষড়যন্ত্র কী-এমন প্রশ্নে হিরো আলম সরাসরি কোনো উত্তর না দিয়ে বলেন, এ দেশের রাজারা চান না প্রজারা রাজা হোক। এমপি-মন্ত্রীরা চান না আমরা পাবলিক এমপি-মন্ত্রী হই। তারা সবসময় চান তাদের বউ, ছেলেমেয়ে ও উত্তরাধিকাররা এমপি-মন্ত্রী হোক।

রাগে ও ক্ষোভে অভিমানী হিরো আলম বলেন, আমার প্রতি অন্যায় করা হয়েছে। আমার ক্ষমতা নেই বলেই মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

ইউটিউবে বিচিত্র অভিনয়, গান আর নাচ দেখিয়ে দেশব্যাপী আলোচনায় আসেন হিরো আলম। তার প্রকৃত নাম আশরাফুল আলম।