প্রিয় জন্মভূমি || শহীদুল ইসলাম মামুন
প্রিয় জন্মভূমি
শহীদুল ইসলাম মামুন
অপরুপ সৌন্দর্যের ভূখন্ড আমার প্রিয় জন্মভূমি,
তার রূপের মায়ায় বন্দি হয়ে হারিয়ে যাই যে আমি।
এই ভূমিতে আছে যতো মহান প্রভুর সব নিশান,
পৃথিবী নিয়ে ভাবলে তুমি বুঝবে তাঁহার শান।
এ দেশেরই রাজধানী বন্ধু নাম যে তার ঢাকা,
হরেক রকমের মানুষে পূর্ণ কোথাও নেই ফাঁকা।
এ শহর জুড়ে আছে আরো অসংখ্য দালান কোঠা,
জ্যামের মাঝে পড়লে কভু বের হবে ঘামের ফোঁটা।
একটু থেমে যখন তুমি দিতে চাইবে আড়ি,
আকাশ ছোঁয়া দালান কোঠা রংবেরঙের বাড়ি।
আকাশ পানে দাঁড়িয়ে থাকা ভবন করবে আকর্ষণ,
যেন চারদিকে ছড়িয়ে আছে নানান প্রদর্শন।
সবুজ শ্যামল মনোরম মন জুড়ানো দেশ,
মহান প্রভু করেছেন দান শুকরিয়া তাঁর অশেষ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন