প্রেমিকার বিয়ের দিন প্রেমিকের বিষ পান

প্রেমিকার অন্যত্র বিয়ের দিন প্রেমিকার বাড়িতে উপস্থিত হয়ে বিষ পান করেছে এক প্রেমিক।
ময়মনসিংহের ইশ্বরগঞ্জে রবিবার এমন ঘটনা ঘটে।
ঘটনার পর পরিবারের লোকজন প্রেমিক আহসান (২৩)কে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে প্রেমিক আহসান ময়মনসিংহ মেডেকেল কলেজ হাসপাতালের ১৪ নাম্বার ওয়ার্ডে চিকিৎসাধীন।
আহসান ইশ্বরগঞ্জের জাটিয়া ইউনিয়নের বড়জোড়া গ্রামের মো. হাসিম ভূইয়ার ছেলে।
এদিকে এমন ঘটনাই রবিবার সন্ধ্যার পর কন্যার বাবা বিয়ের অনুষ্ঠান শিথিল রেখে সাধাসিধে ভাবে মেয়েকে বরের হাতে তুলে দিয়ে বিয়ের কাজ সম্পন্ন করেন বলে জানা গেছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে বিষয়টি নিয়ে এখনো থানায় কোন অভিযোগ দেওয়া হয়নি।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন