প্রেমের টানে লাকসামে ব্রাজিলিয়ান তরুণী
ধর্ম, সমাজ, রাষ্ট্র ও সংস্কৃতিসহ সব বাধা অতিক্রম করে সুদূর ব্রাজিল থেকে প্রেমের টানে লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউপির দোখাইয়া গ্রামে ছুটে এসেছেন ২৫ বছর বয়সী জুলিয়ানা।
এরপর ঘর বাঁধেন ওই গ্রামের আবুল খায়েরের ছোট ছেলে বাহরাইন প্রবাসী আবদুর রব হিরুর সঙ্গে। ৩১ অক্টোবর ঢাকার কাকরাইলে একটি কাজী অফিসে বিয়ে করেন তারা। জানা গেছে, হিরু সিলেট মদন মোহন কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে শেষবর্ষে অধ্যয়নরত অবস্থায় জীবিকার তাগিদে পাড়ি জমান প্রবাসে।
বছর খানেক আগে দেশে আসেন তিনি। সোমবার সরেজমিন উপজেলার দোখাইয়া গ্রামে গেলে কথা হয় প্রেমিক হিরুর বাবা আবুল খায়েরের সঙ্গে।
তিনি জানান, হিরু স্ত্রীকে নিয়ে এখন ঢাকায় আছেন। পরে টেলিফোনে হিরু জানান, ২০১২ সালে বাহরাইনে ইংরেজি ভাষা শিক্ষা সেন্টারে জুলিয়ানার সঙ্গে পরিচয় হয় তার। এরপর ফেসবুকে কথা বলতে বলতে একসময় একে অন্যের প্রেমে পড়ে যান।
হিরু বলেন, এরপর জুলিয়ানা তার বাবা মারকোর্স জিয়ানিংয়ের সঙ্গে আলোচনা করে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন। ৩১ অক্টোবর জুলিয়ানা তার বাবাকে নিয়ে বাংলাদেশে আসেন।
পরে কাকরাইল কাজী অফিসে ইসলাম ধর্ম গ্রহণ করে জুলিয়ানা। এরপর পাঁচ লাখ টাকা দেনমোহরে বিয়ে হয় তাদের। পরে মিরপুর-২ এ একটি ভাড়া বাসায় ওঠেন তারা।
তিনি আরও বলেন, আল্লাহর রহমতে আমরা সুখে আছি। এর মধ্যে জুলিয়ানা ও তার বাবাকে নিয়ে গ্রামের বাড়িতে যাই। জুলিয়ানা কিছু বাংলা বলতে শিখেছে। আমাদের পরিবারের সবাই দারুণ খুশি।
এদিকে হিরুর ব্রাজিলিয়ান স্ত্রীকে দেখতে তার গ্রামের বাড়িতে ভিড় করে আশপাশের অসংখ্য নারী-পুরুষ। ১ নভেম্বর হিরুর বাবা স্থানীয় প্রায় ৩০০ লোকের জন্য মেজবানের আয়োজন করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন