ফণী : প্রবল ঝড়ের আতঙ্কে দেশজুড়ে বিপর্যস্ত জনজীবন
ঘূর্ণিঝড় ফণী’র প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়ার সাথে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। প্রবল ঝড়ের আতঙ্কে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
শুক্রবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি থাকলেও দুপুর ১২টার পর থেকে ঝড় শুরু হয় পটুয়াখালির কুয়াকাটা সৈকত ও এর আশপাশের এলাকায়। জেলার ১৩০৫০ কিলোমিটার বাঁধের মধ্যে অন্তত ২৫ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইছে।
দুপুর দেড়টার দিকে প্রবল ঝড়ো হাওয়ার সাথে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে খুলনায়, এবং ক্রমশ তা বাড়ছে। ফুঁসে উঠেছে নদীর পানি।
মেঘাচ্ছন্ন সাতক্ষীরায় সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এর মধ্যেই প্রচণ্ড গরম ও আবহাওয়া গুমোট হয়ে রয়েছে। জেলার তিনটি ঝুঁকিপূর্ন উপকুলীয় উপজেলা শ্যামনগর, আশাশুনি ও কালিগঞ্জে বিশেষ ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন।
দ্বীপজেলা ভোলায় সকাল থেকে কয়েক দফা বৃষ্টি হয়েছে। সেই সাথে জোরে হাওয়া বইছে। চরের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।
লক্ষ্মীপুরে ঘূর্ণিঝড় ফণির প্রভাবে সকাল ১০ টা থেকে থেমে গুড়ি গুড়ি থেকে মাঝারী ধরনের বৃষ্টি হচ্ছে। তবে প্রচণ্ড গরমের রেশ কাটেনি। আকাশ ঘন কালো মেঘে ঢাকা রয়েছে। থেকে থেকে প্রচণ্ড গর্জন শোনা যাচ্ছে।
নাটোরেও বৃষ্টিপাত শুরু হয়েছে। সকাল পৌনে দশটার দিকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। পরে মুষলধারে জেলা জুড়ে বৃষ্টি শুরু হয়েছে। এতে গরম কমলেও আতঙ্কিত হয়ে পড়েছে চলনবিলসহ জেলার বোরো চাষীদের মধ্যে।
মেঘাচ্ছন্ন বরগুনায় গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে সকাল থেকেই। ফণীর প্রভাবে ঢাকাতেও বৃষ্টি হচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন