ফরিদপুরে মারামারি মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/06/FB_IMG_1718802204983.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ফরিদপুরের সালথার একটি মারামারি মামলায় হাবিবুর রহমান লাবলু (৫৫) নামে এক ইউপি চেয়ারম্যানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
হাবিবুর রহমান উপজেলার গট্টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান।
একই সঙ্গে একই ইউনিয়নের হাবি মোল্লা (৩০) নামে এক ইউপি সদস্যকেও একই মামলায় কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (১৯ জুন) দুপুরে ফরিদপুরের চিপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক এম এ সাঈদ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
কোর্ট পরিদর্শক আবুল খায়ের ওই ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যকে কারাগারে পাঠানোর বিষয়টি এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, একটি মারামারি মামলায় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু ও ইউপি সদস্য হাবি মোল্লা হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন।
জামিন শেষে ফরিদপুরের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
উল্লেখ্য, গত ১৪ এপ্রিল ফরিদপুরের সালথার কাঁঠালবাড়িয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি মারামারি সংঘটিত হয়।
এ ঘটনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, গট্টি ইউপির চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু, ইউপি সদস্য হাবি মোল্লাসহ ৪৬ জনের নাম উল্লেখ করে সালথা থানায় একটি মামলা দায়ের করা হয়। এ মামলায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর জামিনে রয়েছেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন