ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া অস্বাভাবিক কিছু না : পাপন
দোকানগুলোতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া অস্বাভাবিক কিছু না জানিয়ে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, মেয়াদ শেষে ওষুধ ফার্মেসি থেকে তুলে নিয়ে নিয়ম মেনে ধ্বংস করা হয়। এক্ষেত্রে দোকানগুলোকে মেয়াদোত্তীর্ণ ওষুধের বিপরীতে নতুন ওষুধ সরবরাহ করা হয় বলেও জানিয়েছেন তিনি।
সম্প্রতি ফার্মেসিগুলোতে পরিচালিত অভিযান সম্পর্কে নিজের প্রতিক্রিয়া জানাতে গুলশানের নিজ বাসায় সংবাদ সম্মেলনে কথা বলেন পাপন। এখন থেকে ওষুধ শিল্প সমিতি এসব বিষয়ে আরো বেশি সচেতন হবে বলেও জানিয়েছেন তিনি।
নাজমুল হাসান পাপন বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ার চেয়ে বিক্রি হওয়াটা বেশি গুরুত্বপূর্ণ। সেই ওষুধ রোগীকে দিচ্ছে কিনা সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। মেয়াদোত্তীর্ণ ওষুধ দোকানদারদের বিক্রি করার কোনো কারণ নেই, কারণ তাদের কাছে ফান্ডই থাকে।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন