ফিফা র্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে বাংলাদেশ
না খেলেও উন্নতি করা যায়! প্রমাণ ফিফার বিশ্ব র্যাংকিং। গত বছর অক্টোবরে এশিয়ান কাপ বাছাইপর্বের প্লে-অফ টুতে ভুটানের কাছে ৩-১ গোলে হেরে আন্তর্জাতিক ফুটবল থেকে নির্বাসনে বাংলাদেশ। লজ্জার এই পরাজয়ে আগামী ২০১৯ সাল পর্যন্ত ফিফা ও এএফসির অধীনে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবে না লাল সবুজের দল। কিন্তু তাতে কি? ফিফা র্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছে নাসির-হেমন্তরা। বৃহস্পতিবার (৬ জুলাই) বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ঘোষিত সর্বশেষ র্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে ১৯০ নম্বরে ওঠে এসেছে।
সবার উপরে রয়েছে জার্মানি। প্রায় দুই বছর পর আরাও শীর্ষ স্থান পুনরুদ্ধার করল বিশ্বচ্যাম্পিয়নরা। সদ্য সমাপ্ত কনফেডারেশন্স কাপে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে ব্রাজিল ও আর্জেন্টিনাকে টপকে চূড়ায় ফিরল জার্মানি। ব্রাজিল দুই এবং আর্জেন্টিনা তিনে এসেছে। এছাড়া পর্তুগাল চার ও সুইজারল্যান্ড পাঁচ নম্বরে উঠে এসেছে।
সাফ অঞ্চলের দেশগুলোর মধ্যে সবার উপরে রয়েছে ভারত। তাদের অবস্থান ৯৬তম স্থানে। মালদ্বীপ ১৪২, আফগানিস্তান ১৫৫, ভুটান ১৬৪, নেপাল ১৭০, শ্রীলংকা ১৯৭ এবং পাকিস্তান ২০০তম স্থানে রয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন