ফিলিপাইনে বাড়িতে ঢুকে বন্দুক হামলা, গভর্নরসহ নিহত ৬
ফিলিপাইনে রাজনীতিবিদদের ওপর চালানো হামলায় এক আঞ্চলিক গভর্নরসহ ছয়জনকে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির কেন্দ্রীয় নেগ্রোস ওরিয়েন্টাল প্রদেশে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশের পক্ষ থেকে শনিবার এক বিবৃতিতে জানানো হয়েছে, ছয়জন সন্দেহভাজন ব্যক্তি সামরিক পোশাক পরে মধ্য ফিলিপাইনের পাম্পলোনা শহরের গভর্নরের বাড়িতে প্রবেশ করে এবং নির্বিচারে গুলি চালায়। এতে গভর্নর রোয়েল দেগামোসহ আরও পাঁচজন নিহত হন। গভর্নরের স্ত্রী বিষয়টি নিশ্চিত করেছেন।
ন্যায়বিচার দাবি করে গভর্নরের স্ত্রী বলেন, তার এমন মৃত্যুর যোগ্য নয়। তিনি শনিবার তার বিভাগীয় প্রধানদের সঙ্গে নির্বাচনী সমাবেশ করছিলেন।
পুলিশ জানিয়েছে, মোট ১০ জন সন্দেহভাজনকে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখা গেছে এবং পরে এসইউভিগুলি পরিত্যাগ করেছে। পুলিশ নিরাপত্তা চৌকি বসিয়েছে এবং সন্দেহভাজনদের জন্য একটি প্রদেশব্যাপী তল্লাশি শুরু করেছে।
রাষ্ট্রপতি ফার্দিনান্দ মার্কোস জুনিয়র এই হামলার নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেছেন, এই জঘন্য অপরাধের অপরাধীদের বিচারের আওতায় না আনা পর্যন্ত আমার সরকার বিশ্রাম নেবে না।
সূত্র: আল-জাজিরা
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন