ফুটবল বিশ্বকাপের খেলা বাংলাদেশে কোথায় দেখবেন
চার বছর পর আবারও শুরু হচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপ। কাতারের দোহায় এক মাস ব্যাপী ফুটবল যুদ্ধ শুরু হতে বাকী আর মাত্র কয়েক ঘন্টা। ফুটবল বিশ্বকাপের উন্মদনার জ্বরে কাপছে পুরো বিশ্ব। লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার না কি অন্য কেউ, কে জিতবে কাতার বিশ্বকাপ তা নিয়ে চায়ের আড্ডায় চলছে তর্ক। পাড়া-মহল্লায় শুরু হয়েছে উত্তেজনা।
কিন্তু বাংলাদেশে বসে কাতার বিশ্বকাপের প্রিয় দল ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স বা স্পেনের খেলা কীভাবে দেখবেন? বিশ্বকাপ দেখার মাধ্যম আছে দুটি। টেলিভিশন ও মোবাইল অ্যাপ।
ফিফার নতুন নিয়ম অনুযায়ী, সত্ত্বাধিকার কেনা টিভি চ্যানেলই কেবল প্রচার করতে পারবে ফিফা বিশ্বকাপ ২০২২। সেই নিয়ম অনুযায়ী কাতার বিশ্বকাপের সব গুলো ম্যাচ দেখাবে বাংলাদেশের ৩টি টেলিভিশন চ্যানেল। চ্যানেলগুলো হচ্ছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বেসরকারি মালিকানার দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল ‘টি স্পোর্টস’ এবং গাজী টিভি (জিটিভি)।
এছাড়াও মোবাইলে টফি অ্যাপের মাধ্যমে সরাসরি খেলা দেখা যাবে। টিভি চ্যানেল গুলোতে সরাসরি খেলা দেখার পাশাপাশি থাকছে ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে বেশ কয়েকটি বিশেষ অনুষ্ঠানও।
কাতার বিশ্বকাপ বাংলাদেশে দেখাবে যারা
১. বিটিভি
২. টি স্পোর্টস
৩. গাজী টিভি
৪. টফি অ্যাপ
কাতার বিশ্বকাপে ৩২ দলের অংশগ্রহণে ওঠছে আজ। বাংলাদেশ সময় রাত ১০ টায় মাঠে নামছে স্বাগতিক কাতার ও ইকুয়েডর।
উল্লেখ্য, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ১৯৭৮ সালের ফাইনাল, ১৯৮২ সালের কিছু ম্যাচের পর ১৯৮৬ সাল থেকে নিয়মিত ফিফা বিশ্বকাপ সম্প্রচার করে আসছিল। স্যাটেলাইটে বেসরকারি চ্যানেলের যুগ চালু হওয়ার পর থেকে বেসরাকারি টিভি চ্যানেলগুলো বিশ্বকাপ সম্প্রচারের সত্ব কিনে নিলেও সমস্যায় পড়তে হয়নি বিটিভিকে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন