ফের আল-আকসায় ইসরায়েলি পুলিশের হামলা

ইসরায়েলি পুলিশ আবারও দখলকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে জুম্মার নামাজের পর ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে। আজ শুক্রবার একটি প্রতিবাদ মিছিলে এ হামলা চালানো হয়, এতে অন্তত তিনজন ফিলিস্তিনি আহত হয়।

জানা গেছে, ইসলামের অবমাননার প্রতিবাদে এই মিছিলের উদ্যোগ নেন ফিলিস্তিনিরা। তবে মিছিল শুরুর আগেই বাব আল-সিলসিলা নামক একটি প্রবেশপথে ইসরায়েলি পুলিশ ফিলিস্তিনিদের ওপর রাবার বুলেট, টিয়ার গ্যাস, স্টান গ্রেনেড ছোঁড়া হয়।

এসময় মিছিলের জন্য শত শত ফিলিস্তিনি জড়ো হয়েছিলেন। কট্টরপন্থী ইসরায়েলিদের মিছিলের প্রতিবাদেই এই মিছিলের আয়োজন করেন তারা। মঙ্গলবারের মিছিলে ইসরায়েলিরা ‘আরবদের মৃত্যু’, ‘তোমাদের গ্রাম পুড়ে যাক’ প্রভৃতি স্লোগান দেন।

সূত্র: আল জাজিরা।