ফের এক নম্বর সাকিব
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/08/shakib_55326_1502788510.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মাত্র এক টেস্ট আর এক সপ্তাহের ব্যবধানে ফের র্যাংকিংয়ের শীর্ষে পৌঁছলেন সাকিব আল হাসান। আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র্যাংকিংয়ে আবারও তিনি এক নম্বরে।
অবশ্য এর জন্য সাকিবকে কোনো কষ্ট করতে হয়নি।
নিষেধাজ্ঞার খাড়ায় শ্রীলংকার বিপরীতে পাল্লেকেলে টেস্টে খেলতে পারেননি রবীন্দ্র জাদেজা। আর এ কারণে তার অবনমন নিশ্চিত হয়ে যায়।
টেস্ট শেষে মঙ্গলবার এল আনুষ্ঠানিক ঘোষণা। দুইয়ে নেমে গেছেন তিনি। রেটিং পয়েন্ট কমে হয়েছে ৪৩০।
এর আগে ৮ অাগস্ট প্রকাশিত র্যাংকিং অনুযায়ী সাকিবকে টপকে শীর্ষে উঠেছিলেন জাদেজা। তার রেটিং পয়েন্ট ছিল ৪৩৮।
সাকিব নেমে গিয়েছিলেন দুইয়ে। ৪৩১ পয়েন্ট ছিল তার ঝুলিতে।
অলরাউন্ডারদের তিন-চার-পাঁচে আগের মতোই আছেন যথাক্রমে রবিচন্দ্রন অশ্বিন, মইন আলি ও বেন স্টোকস।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন