ফেসবুক ম্যাসেঞ্জারে আসছে একই ধরনের ইমোজি
ফেসবুক এবং মেসেঞ্জারে আলাদা আলাদা ইমোজি সেট থাকলেও, খুব শিগগির একই ধরনের ইমোজি ব্যবহার হবে এই দুই প্লাটফর্মে। মেসেঞ্জারের জন্য আলাদা যে ইমোজি, তা আর রাখবে না বলে ঘোষণা দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
এর পরিবর্তে ফেসবুকের যে ইমোজি, সেটাই ব্যবহৃত হবে মেসেঞ্জারে।
ঠিক কি কারণে মেসেঞ্জারের নিজস্ব ইমোজি ফেসবুক সরিয়ে ফেলতে যাচ্ছে তা জানা যায়নি। ২০১৬ সালের জুন মাসে ম্যাসেঞ্জারের নিজস্ব ইমোজি আত্মপ্রকাশ করা হয়েছিল। ফেসবুকের ইমোজিগুলো সোজা টাইপের আর মেসেঞ্জারের ইমোজিগুলো বাঁকা টাইপের এবং দেখতেও সুন্দর।
ইমোজি পিডিয়ার মতে, এই পরিবর্তন এই দুই প্লাটফর্মেই প্রভাব ফেলবে। ডেস্কটপ ও অ্যান্ড্রয়েড ফোনে যারা ম্যাসেঞ্জার ব্যবহার করেন তারা শুধু ফেসবুকের ইমোজি ব্যবহার করতে পারবেন। বিশ্বব্যাপী ১ বিলিয়নের বেশি মানুষ মেসেঞ্জার ব্যবহার করে থাকেন, সুতরাং এটি একটি লক্ষণীয় পরিবর্তন হতে যাচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন