ফ্রান্সের জয়রথ থামাল নেদারল্যান্ডস

ইউয়েফা নেশনস লিগে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে দীর্ঘ সময় পর হারের স্বাদ দিয়েছে নেদারল্যান্ডস। শুক্রবার রাতে ফ্রান্সকে ২-০ গোলে হারায় ডাচরা। টানা ১৫ ম্যাচে অপরাজেয় থাকার পর হার মানতে হয় ফ্রান্সকে।

রাশিয়া বিশ্বকাপে বাছাই পর্বই পেরোতে পারেনি নেদারল্যান্ডস। সেই জ্বালা হয়তো মুছে যাওয়ার নয় কিছুতেই। তবে ফের কক্ষপথে ফেরার জন্য এই জয় কম কোথায়?

নিজেদের মাঠে গ্রুপ এ-১ এর ম্যাচে মুখোমুখি হয়েছিল দল দুটি। প্রথম লেগে ফ্রান্সের মাঠে ২-১ ব্যবধানে হেরে যায় ডাচরা। সেই ম্যাচের প্রতিশোধও নেওয়া হলো এদিন। নেদারল্যান্ডস সর্বশেষ ফ্রান্সকে হারিয়েছিল সেই ২০০৮ সালে ইউরোতে।

এদিন ডাচদের পক্ষে গোল দুটি করেছেন জর্জিনিয়ো ভিনালডাম ও মেমফিস ডিপাই। ৪৪ মিনিটে প্রথম গোলটি করেন ভিনালডাম। ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করেন ডিপাই।

এদিন দাপুটে এক ম্যাচই উপহার দিয়েছে নেদারল্যান্ডস। ৫৯ শতাংশ বল নিজেদের দখলে রেখে খেলেছে। অন টার্গেটে ফ্রান্স যেখানে শট নিয়েছে মাত্র ২টি, সেখানে ১৮টি শট নিয়েছে নেদারল্যান্ডস।

এদিকে নেদারল্যান্ডের জয়ে ইউয়েফার নতুন এই টুর্নামেন্টে এ-১ গ্রুপ থেকে রেলিগেশন নিশ্চিত হয়েছে জার্মানির।