ফ্রান্সে বিশ্ব থেকে আগত ১৪ মানবাধিকারকর্মীকে অভ্যর্থনা
ফ্রান্সে শরণার্থীদের অভ্যর্থনা ও একীকরণ বিষয়ক আন্তঃমন্ত্রণালয় ডেলিগেশন মেরিয়েন ইনিশিয়েটিভ ফর হিউম্যান রাইটস ডিফেন্ডার্স বিজয়ী মানবাধিকারকর্মীদের অভ্যর্থনা জানিয়েছেন।
গত ১০ মে (মঙ্গলবার) ফ্রান্স স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় ভবনে সারা বিশ্ব থেকে আগত ১৪ মানবাধিকারকর্মীকে মধ্যাহ্নভোজে অংশগ্রহনের মাধ্যমে অভ্যর্থনা জানানো হয়।
ফ্রান্সে শরণার্থীদের অভ্যর্থনা ও সমন্বয় বিষয়ক আন্তঃমন্ত্রণালয়
ডেলিগেশন প্রধান অ্যালান রেগনিয়া শুভেচ্ছা বক্তব্য প্রদানের মাধ্যমে মানবাধিকারকর্মীদের অভ্যর্থনা জানান।
মধ্যাহ্নভোজ শেষে জনাব অ্যালান রেগনিয়া সংক্ষিপ্ত বক্তব্য ও
প্রশ্ন-উত্তোরের মাধ্যমে ফ্রান্সে শরণার্থীদের অভ্যর্থনা ও একীকরণ বিষয়ক আন্তঃমন্ত্রণালয় ডেলিগেশনের উদ্দেশ্য, লক্ষ্য ও কার্যক্রম সম্পর্কে মানবাধিকারকর্মীদের অবগত করেন।
এসময় ফ্রান্স শরণার্থীদের অভ্যর্থনা ও একীকরণ বিষয়ক আন্তঃমন্ত্রণালয় ডেলিগেশন পক্ষে থেকে মানবাধিকারকর্মীদের ফ্রান্স প্রজাতন্ত্রের প্রতিকী ব্যক্তিত্ব ম্যারিয়েন এর ছবি উপহার প্রদান করেন।
বাংলাদেশের বিশিষ্ট মানবাধিকারকর্মী ও আইনজীবী অ্যাডভোকেট শাহানূর ইসলাম মেরিয়েন ইনিশিয়েটিভ ফর হিউম্যান রাইটস ডিফেন্ডার্সে বাংলাদেশ থেকে প্রথম ও একমাত্র বিজয়ী হিসেবে উক্ত অভ্যর্থনা অনুষ্টানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ইনিশিয়েটিভ মেরিয়ান প্রকল্প প্রধান ক্যামি জালমণস্কি, প্রকল্প ব্যবস্থাপক লুইস লে রুন, গ্রুপ এসওএস সলিডারিটি এর প্রকল্প কর্মকর্তা আগাথ লুমালিয়া ও সহকারী প্রকল্প কর্মকর্তা ইনজি খলিল উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন