বগুড়ার শিবগঞ্জে অনুষ্ঠিত হলো শিবগঞ্জ কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরিক্ষা
বগুড়ার শিবগঞ্জে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শিবগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
২৪ ডিসেম্বর (মঙ্গববার) সকাল ১০ ঘটিকা হতে একযোগে দুটি কেন্দ্রে এ পরিক্ষা অনুষ্ঠিত হয়।
এ্যাসোসিয়েশনের সভাপতি দুলালুর রহমান দুলালের তত্ত্বাবধানে দেউলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এবং সাধারন সম্পাদক শাহিনূর ইসলামের তত্ত্বাবধানে গুজিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
গুজিয়া উচ্চ বিদ্যালয়ে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন রেজাউল করিম এবং দেউলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন রফিকুল ইসলাম।
পরীক্ষায় ১ম শ্রেণি হতে ৮ম শ্রেণি পর্যন্ত ১৪০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন, গুজিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক শাহিনুর আলম, পরিচালক মাহাবুব আলম মানিক, তৌহিদা আক্তার, আঃ বারী, গোলজার রহমান, শামছুল আলম, রমজান আলী, শাহ আলম, মোফাজ্জল হোসেন, মামুনুর রশীদ লাজু, সাংবাদিক আব্দুর রউফ রুবেল, পবন রায়, রবিউল ইসলাম রবি, কামরুল হাসান, মিজানুর রহমান প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন