বগুড়ার শিবগঞ্জে আগুনে পুড়ে গৃহবধূর মৃত্যু
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/03/আগুন-অগ্নিকান্ড-fire-800x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বগুড়ার শিবগঞ্জে আগুনে পুড়ে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৫ আগস্ট ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাত ৩টার দিকে আটমূল ইউনিয়নের নান্দুড়া সাকিদার পাড়ায়।
নিহত নাছিমা আক্তার(৩৮) দুবাই প্রবাসী নজরুল ইসলামের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী আকবর আলী জানান, রাত ৩টার দিকে আগুনের ধোয়া দেখে আমরা চিৎকার শুরু করি। গ্রামবাসী জেগে উঠলে আগুন নেভানোর চেষ্টা করা হয়। রাতেই খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে পুড়ে যাওয়া বিকৃত নাসিমার লাশ উদ্ধার করে। এতে প্রায় ১০লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়।
শিবগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মমিনুল ইসলাম বলেন, রাত ৩টা ৫৫ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ১ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে পুড়ে যাওয়া গৃহবধূর লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ বলেন, বিনা ময়নাতদন্তের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন