বগুড়ার শিবগঞ্জে ইউএনও’র আলুর বাজার মনিটরিং
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পাইকারি ও ভোক্তা পর্যায়ে আলুর মূল্য সহনশীল পর্যায়ে রাখতে বাজার মনিটরিং করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার মহাস্থান বাজার এলাকা এ অভিযান পরিচালনা করেন। এসময় সহকারি কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান উপস্থিতি ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সরকার নির্ধারিত মূল্যের আলু ক্রয়-বিক্রয় হচ্ছে কি না তা দেখার জন্য বাজার মনিটরিং করা হয়েছে। ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। যদি সরকারি নির্ধারত মূল্যে আলু বিক্রি না করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গতঃ গত ১৪ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয় খুচরা বাজারে আলু ৩৫-৩৬ টাকা ও পাইকারী বাজারে ২৬-২৭ দরে আলু ক্রয়-বিক্রয় করার নির্দেশনা দেন। কিছু অসাধু ব্যবসায়ী আলু মজুদ রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত মূল্যে আলু বিক্রি করার চেষ্টা করছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন