বগুড়ার শিবগঞ্জে ঈদুল আজহা উদ্‌যাপন করলো মীর শাহে আলম

বগুড়ার শিবগঞ্জে পবিত্র ঈদুল আযহা উদযাপন করেছে বিসিক ও বিআরটিসি’র পরিচালক মীর শাহে আলম।

শিবগঞ্জ উপজেলা পরিষদ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সোয়া ৭টায় অন্যান্যদের সাথে তিনি ঈদের জামাতে অংশ নেন।

ঈদের জামাতের পূর্বে মীর শাহে আলম দেশ ও দশের মঙ্গল কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। নামাজ শেষে তিনি উপস্থিত মুসল্লীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, অধ্যক্ষ আব্দুস সালাম, সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, সহকারী প্রধান শিক্ষক ছাইফুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম।

উপজেলা যুবদল সভাপতি খালিদ হাসান আরমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাসুম, সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, এসো দেশের কথা বলি ফাউন্ডেশনের সদস্য রবিউল ইসলামসহ মুসল্লীবৃন্দ।

Oplus_131072