বগুড়ার শিবগঞ্জে জাতীয় শিশু দিবস পালিত
বগুড়ার শিবগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ বারের দিবসটির শ্লোগান ছিলো “বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনব হাসি সবার ঘরে”।
রোববার সকাল সাড়ে ১০টায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প্যমাল্য অর্পণ করা হয়। বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালী উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বেলা ১২টায় উপজেলা শহীদ বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমান মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান রোমেল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক ও নব-নির্বাচিত পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুল ইসলাম।
শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন শিক্ষা অফিসার এস.এম সারোয়ার জাহান, সহকারি প্রোগ্রামার মাহফুজুর রহমান নয়ন, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোর্শেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা, সমবায় কর্মকর্তা রাজিয়া সুলতানা, পরিসংখ্যান অফিসার আমিরুল ইসলাম।
পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিনুল ইসলাম, শিবগঞ্জ ফাজিল ডিগ্রী মাদ্রাসা অধ্যক্ষ মাহবুবে রফিক, শিবগঞ্জ সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল, বীরমুক্তিযোদ্ধা আব্দুল বারী, মীর আব্দুর রাজ্জাক বেলাল, আ’লীগ নেতা সাহাব উদ্দিন শিবলী প্রমুখ।
দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বেলা সাড়ে ১২টায় বঙ্গবন্ধু স্কয়ার চত্বরে বঙ্গবন্ধুর ম্যুারালে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে বেলা ১টায় তৃণমূল বার্তা অফিসে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও নব-নির্বাচিত পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক।
এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান এবিএম শাহজাহান চৌধুরী, বেলাল হোসেন, শহিদুল ইসলাম শহিদ, উপজেলা আওয়ামী লীগ নেতা শাহাব উদ্দিন শিবলী, সোহেল আক্তার মিঠু, জান্নাতি আক্তার টুম্পা, পৌর আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আমিনুল হক দুদু, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আবু জাফর, মোজাফ্ফর হোসেন।
এছাড়াও উপজেলার অভিরামপুর উচ্চ বিদ্যালয়, রোকেয়-ছাত্তার মাধ্যমিক বিদ্যালয়, মোলামগাড়ী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন