বগুড়ার শিবগঞ্জে দুঃসাহসিক চুরি সংঘটিত

বগুড়ার শিবগঞ্জে এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। গত ২৭ আগষ্ট উপজেলার পিরব বাজারে গভীর রাতে জেসমিন জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকান পরিচালনা করে আসছিলো। এ ঘটনায় থানায় অভিযোগ করেছে ভুক্তভোগী ব্যবসায়ী এমদাদুল সোনার।

অভিযোগ সূত্রে জানা যায়, এমদাদুল সোনার জেসমিন জুয়েলার্স নামে পিরব বাজারে স্বর্ণের ব্যবসা করে আসছে। গত ২৭ আগষ্ট গভীর রাতে সংঘবদ্ধ চোরের দল ব্যবসায়ীর বাড়ি থেকে ৬০ ভরি স্বর্ণালংকার ও ২০ হাজার টাকাসহ ৫টি মোবাইল ফোন চুরি করে নির্ভিঘেœ পালিয়ে যায়।

এব্যাপারে ব্যবসায়ী এমদাদুল সোনার বলেন, রাতের বেলায় নিরাপত্তার জন্য দোকানের স্বর্ণের গহণাসহ স্বর্ণালংকার বাড়িতে নিয়ে যাই। গত ২৭ আগষ্ট ৮/১০ জন অজ্ঞনামা ব্যক্তিরা মুখোস পরে আমার বাড়িতে চুরি করেছে।

তিনি আরো বলেন, চোরের দখল পূর্ব পরিকল্পিত ভাবে আমার বসত বাড়িতে অবস্থান নেয় এবং গভীর রাতে বাড়ির প্রধান দরজা খুলে দেয় এবং সংঘবদ্ধ চোরের দল বাড়িতে প্রবেশ করে আমাদেরকে বেঁধে রেখে উল্লেখিত মালামাল নিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ বলেন, বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।