বগুড়ার শিবগঞ্জে নয়দিন পর মারা গেলো জামাই এর আঘাতে আহত শ্বশুর
বগুড়ার শিবগঞ্জে জামাই কর্তৃক পিটিয়ে আহত করার নয়দিন পর বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে বগুড়া শজিমেকে মারা গেলেন শশুড়। নিহত শশুড়ের নাম আব্দুস সাত্তার (৬০)। সে উপজেলার রায়নগর ইউনিয়নের সেকেন্দ্রাবাদ কানজেহাড়ী গ্রামের মৃত্যু শরব উল্লার ছেলে।
নিহতের ছেলে মিজানুর রহমান জানান, গত ৬ ডিসেম্বর রাত ৮টার দিকে আব্দুস সাত্তর জামাই মতিয়ার রহমানের শব্দলদিঘী বাড়ি থেকে নিজ বাড়ি সেকেন্দ্রাবাদ কানজেহাড়ীতে ফেরার পথে শব্দলদিঘী পুকুর পাড় এলাকায় শ্বশুড়াকে আহত করে। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতের স্ত্রী খালেদা বেগম বলেন, গত ১৫ বছর পূর্বে পার্শ্ববর্তী শব্দলদিঘী গ্রামের মৃতঃ রহিম উদ্দিনের ছেলে মতিয়ার রহমানের সাথে আমার মেয়ে শান্তকে বিবাহ দেই। এর পর থেকে জামাই মতিয়ার আমার মেয়েকে বিভিন্ন অজুহাতে মারধর করতো। এর আগে মতিয়ার আমার পরিবারের সকল সদস্যদেরও পিটিয়েছিলো।
এসব নির্যাতনের এক পর্যায়ে আমার মেয়েকে তালাক দেয়। পুণরায় পারিবারিকভাবে আলোচনা সাপেক্ষে আমার মেয়ের সাথে মতিয়ারের বিবাহ হয়। আমার মেয়ে অসুস্থ হলে তাকে দেখার জন্য আমার স্বামী আব্দুস সাত্তার জামাই এর বাড়িতে গেলে জামাই ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছে।
শিবগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান বলেন, এ ঘটনায় নিহতের ছেলে মিজানুর রহমান বাদী হয়ে থানায় মামলা করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মামলার আসামীকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন