বগুড়ার শিবগঞ্জে নির্বাচনের প্রচারণায় অংশগ্রহণ, পদ হারালেন ছয় বিএনপির নেতা

বগুড়ার শিবগঞ্জে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোট বর্জনের ও একতরফা উপজেলা নির্বাচনে প্রার্থীদের পক্ষে প্রচারণায় অংশগ্রহণ করার দায়ে ছয় বিএনপি নেতা-কর্মিকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

(২০ মে) সোমবার শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ আব্দুল ওহাব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে জানানো হয়, উপজেলার মাঝিহট্ট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আকবর আলী, মাঝিহট্ট ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রানা সোনার, আটমূল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি তৌহিদুল ইসলাম ঠান্ডা, শিবগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এবিএম কামরুজ্জামান শাকি, শিবগঞ্জ ইউনিয়ন বিএনপির সদস্য জাহিদ মন্ডল, আব্দুল মান্নানকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়।

এব্যাপারে শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এ্যাড আব্দুল ওহাব বলেন, আগামী ২৯ মে অনুষ্ঠিতব্য ৩য় ধাপে এক দরফা উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্ত উপেক্ষা করে শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন কার্যক্রমে অংশ গ্রহণ সুস্পষ্ট প্রমাণ থাকায় এবং দলীয় গঠনতন্ত্র লংঘন করায় শিবগঞ্জ উপজেলা বিএনপির অধিনস্থ বিএনপির ৬ নেতা কর্মীকে বহিষ্কার করা হয়েছে।