বগুড়ার শিবগঞ্জে নিসচার বৃক্ষ রোপন কর্মসূচি পালিত

বগুড়ার শিবগঞ্জে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর আয়োজনে বৃক্ষ রোপন ও বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার (১ অক্টোবর) বিকেলে আমতলী বন্দরে ইসলাহুল উম্মাহ মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আল মুজাহিদ সরকার।

এসময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই শিবগঞ্জ উপজেলা সভাপতি ও কেন্দ্রীয় সদস্য সাংবাদিক রশিদুর রহমান রানা, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান, ইসলাহুল উম্মাহ মাদরাসার মুহতামিম মুফতি উমর ফারুক, জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৩ উদযাপন কমিটির আহ্বায়ক রবিউল ইসলাম রবি, যুগ্ম আহ্বায়ক প্রভাষক রাজিকুল ইসলাম রনি, মাস্টার সোহাগ আলী, সদস্য সচিব আসাদুল্লাহ।

সংগঠনের সদস্য কামরুল হাসানের ব্যবস্থাপনায় এসময় আরও উপস্থিত ছিলেন নিসচা সদস্য শফিউল আলম ডিউ, শাহজাহান আলী, আব্দুর রহিম, হেলাল উদ্দিন, রেশমা খাতুন, মশিউর রহমান, মজনু মিয়া, মিজানুর রহমান প্রমূখ।