বগুড়ার শিবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে সুপারি গাছ কর্তন


বগুড়ার শিবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে ১৫০ টি সুপারি গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (৯ মার্চ) দুপুরে এসংক্রান্ত বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী কৃষক নজরুল ইসলাম।
এর আগে গত শুক্রবার রাতে উপজেলার মোকামতলা ইউনিয়নের আলোকদিয়ার গ্রামে এঘটনা ঘটলে পরের দিন শনিবার সালিশি বৈঠক বসে।
বাদী নজরুল ইসলাম এ বিষয়ে বলেন, ঐ বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কথা বিবাদীরা না মেনে উল্টো ভয়ভীতি প্রদর্শন করে বৈঠক থেকে চলে যায়। বাধ্য হয়ে আইনী সহায়তার জন্য প্রতিপক্ষ ফেরদৌসগংদের নামে থানায় অভিযোগ দায়ের করেছি।
এবিষয়ে বিবাদী ফেরদৌস এর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন