বগুড়ার শিবগঞ্জে প্রভাবশালীদের ছত্রছায়ায় জমি দখলের পায়তারা

বগুড়ার শিবগঞ্জে মামলা থাকা সত্ত্বেও প্রভাবশালীদের ছত্রছায়ায় জমি দখলের পায়তারা চলছে।

গতকাল ঘটনাটি ঘটেছে উপজেলার কিচক ইউনিয়নের ভাকুন্দাহার গ্রামে।

এর আগে জমির নিজ স্বত্ব পেতে বগুড়া অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কোর্টে মামলা দায়ের করেছে জমি দখলে থাকা ভুক্তভোগী কৃষক মাহবুর রহমান। যার মামলা নং ৫৭ পি/২০২৫ (শিবঃ)।

জেলা বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতের মামলা সূত্রে জানা যায়, প্রতিপক্ষ মোজাফফর হোসেন বাদী মাহবুর রহমানের মহিষট্ট মৌজার ১১৪নং দাগে প্রায় ৪শতাংশ জমি জোরপূবর্ক দখলের পায়তারা করছে।

বিবাদীরা যেন জমিতে কোন ঝামেলা করতে না পারে সেজন্য আদালত ও প্রশাসনের সহযোগিতা চেয়েছে ভুক্তভোগী কৃষক মাহবুর।

এবিষয়ে কৃষক মাহবুর রহমান বলেন, কোর্টে মামলা চলা অবস্থায় আমার ভোগদখল করা চার শতক জমি অন্যায় ভাবে দখলে নেওয়ার পায়তারা করছে প্রতিপক্ষ মোজাফফর। আমি গরীব হওয়াতে স্থানীয় প্রভাবশালীরা প্রতিপক্ষের পক্ষ নিয়ে আমাকে হেনস্তা করার চেষ্টা করছে। আমার রাস্তার পার্শ্বের জমি দখলে নেওয়ার চেষ্টা করছে তারা। আমি আইন, আদালত ও প্রশাসনের নিকট এর আশু সমাধান কামনা করছি।

বিবাদী মোজাফফর হোসেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে মুঠোফোনে পাওয়া যায়নি।