বগুড়ার শিবগঞ্জে বিজয় দিবসে জামায়াতের আলোচনা সভা

মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে জামায়াতের ইসলামী’র আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

(১৬ ডিসেম্বর) বিকেলে উপজেলা ও পৌর জামায়াতের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠান উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওঃ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওঃ আছার উদ্দিন।

এসম বক্তব্য রাখেন জামায়াত নেতা মিজানুর রহমান, আলাল উদ্দিন, পৌর জামায়াত নেতা আবুল কালাম আজাদ সিহাব, কাজী মাসুদ চৌধুরী, আব্দুল করিম, সাইদুর রহমান, আনোয়ার হোসেন, মিষ্টার হোসেন, বিদ্যুৎ হোসেন প্রমুখ। পরে এক বর্ণাঢ্য র‌্যালী পৌর শহর প্রদক্ষিন করে। র‌্যালী শেষে শহীদ মীর মুগ্ধ স্কয়ার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।