বগুড়ার শিবগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে লাগা আগুনে ৫টি দোকান পুড়ে ছাই
বগুড়ার শিবগঞ্জে দোকানের চুরি ঠেকাতে বিদ্যুতের ফাঁদের সংযোগ থেকে শর্টসার্কিটে লাগা আগুন থেকে ৫টি দোকান পুড়ে ছাই। ১০লক্ষাধীক টাকার ক্ষতিসাধিত।
গতকাল মঙ্গলবার সকালে পৌর এলাকার শব্দলদিঘী বাজারে টিভি মেকানিক দুলাল মিয়া তার দোকানের চুরি ঠেকাতে বিদ্যুতের যে ফাঁদ তৈরী করে তার সংযোগের সর্টসার্কিটের মাধ্যমে এ আগুনের সূত্রপাত ঘটে।
খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সাভির্সের একটি ইউনিট ও স্থানীয়রা মিলে আধাঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রেনে আনে। আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ দোকানগুলো হলো- দুলাল হোসেনের টিভি মেকানিক দোকান, আনারুল ইসলামের ইলেকট্রনিক্স এর দোকার, আব্দুল জলিল এর মেশিনারিজ, বিপুল ইসলামের ইলেকট্রনিক্স ও শামীম এর সেলুনের দোকান।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা বলেন, দুলাল তার নিজের দোকানের চুরি ঠেকাটে যে বিদ্যুতের ফাঁদ পেতেছিলো তার সর্টসার্কিট থেকে লাগা আগুনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে আমাদের ১০লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন