বগুড়ার শিবগঞ্জে গলায় ফাঁস দিয়ে এসএসসি পরীক্ষার্থী’র আত্মহত্যা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/04/Shibganj-pic-2-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বগুড়ার শিবগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা করেছে।
আত্মহত্যাকারী শিক্ষার্থী নীরব হাসান (১৬) শিবগঞ্জ পৌর এলাকার বানাইল গ্রামের মোস্তার ছেলে। সে শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষাথর্ী ছিলো।
শনিবার দুপুর ১টার দিকে তাদের বসতবাড়ীর ২য় তলায় তার শয়ন কক্ষে ফ্যানের সাথে গলায় ওড়না জড়িয়ে ফঁাস দিয়ে এ আত্মহত্যা করে।
নীরবের মা নারজু বেগম বলেন, আমি আমার বাবার বাড়ি উপজেলার কৃষ্ণপুর গ্রাম থেকে ১টার দিকে বাড়িতে এসে দেখি নিরব ফ্যানের সাথে ঝুলছে। আমি চিৎকার দিলে আমার স্বামী ও গ্রামবাসী বাহির থেকে ছুটে এসে তাকে উদ্ধার করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় বাড়ির ভিতরে কেউ ছিলোনা।
আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রুম্মান হাসান বলেন, প্রাথমিকভাবে নিরবের মৃত্যু রহস্যজনক মনে হচ্ছে। তার মৃত্যুর কারণ জানা যায়নি। লাশটি পুলিশি হেফাজতে রয়েছে।
নিহত নিরব হাসান পবিবারের একমাত্র পুত্র সন্তান। তার দু’জন বোন রয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন