বগুড়ার শিবগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক মানবাধিকার দিবস
বগুড়ার শিবগঞ্জে ৭৪তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২২ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
আমরা ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে এই স্লোগান কে সামনে রেখে শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশন উপজেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি মানবতাবাদী উপাধ্যক্ষ আশরাফুজ্জামান মন্টু।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা শাখার নির্বাহী সভাপতি এম শামসুল ইসলাম, সহ সভাপতি প্রভাষক আঃ হান্নান, আনোয়ার হোসেন, মাষ্টার আবু হান্নান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক মেম্বার ইমরান নাজির,
এসময় উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক নাফিজ, আলাল উদ্দিন, দপ্তর সম্পাদক তৌহিদ মন্ডল, শরিফুল ইসলাম, কার্যকারী সদস্য মেহেদুল, মহসিন, আসাদুল্লাহ প্রমূখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন