বগুড়ার শিবগঞ্জ সমিতির ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/05/received_3180856245495905-900x450.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
দিনব্যাপী আনন্দঘন পরিবেশে ঢাকাস্থ শিবগঞ্জ উপজেলা(বগুড়া) কল্যাণ সমিতির ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ঈদের তৃতীয় দিনে শিবগঞ্জ উপজেলার চন্ডিহারার অমরাপুরীতে সমিতির সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
এটি ছিল নিজ উপজেলা শিবগঞ্জে সংগঠনটির প্রথম অনুষ্ঠান।
ডাঃ এজেডএম মাইদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সমিতির প্রধান পৃষ্ঠপোষক ডাঃ রিজাউল করিম সান্না, হাসেমুজ্জামান, এডঃমশিহুর রহমান, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস, মোকামতলা ইউপি চেয়ারম্যান আহসান হাবিব সবুজ, দেউলী ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম, প্রকৌঃ রফিকুল ইসলাম, আব্দুল আলিম, আব্দুল আলী আকন্দ, মীর লিয়াকত আলী,এনামুল হক কান্দু, আতিকুর রহমান, আপেল মাহমুদ প্রকৌঃ রওশন আলী, সাবিহা আলম মুন্নি, তাহাজ্জদ হোসেন প্রমূখ।
দিনব্যাপী অনুষ্ঠানমালায় ছিল খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, খাওয়া দাওয়া, বক্তব্য প্রদান। অনুষ্ঠানে শিবগঞ্জের নারীদের কণ্ঠে গীত পরিবেশন করা হয়।
উপজেলার ভার্সিটি, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং পড়ুয়া শিক্ষার্থীরা এতে অংশ নেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন