বগুড়ায় এস আলম গ্রুপের ২০টি হাইফ্লো ন্যাজাল ক্যানোলা প্রদান

করোনা রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুত করা বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে হাইফ্লো ন্যাজাল ক্যানোলা সংকট তীব্র হওয়ার সাথে সাথে গতকাল ওই হাসপাতালে ১০টি হাইফ্লো ন্যাজাল ক্যানোলা সরবরাহ করেছে এস আলম গ্রুপ।

একই সময়ে সেখানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হলেজ হাসপাতালের জন্যও ১০ টি হাইফ্লো ন্যাজাল ক্যানোলা হস্তান্তর করা হয়েছে। উচ্চ মাত্রার অক্সিজেন সরবরাহকারী এ সরঞ্জামের অভাবে অক্সিজেন স্যাচুরেশন ৭০এর নিচে কমে যাওয়া রোগীদের চিকিৎসা সেবা দেয়া কষ্টকর হয়ে পড়েছিল।

এস আলমের এসব চিকিৎসা সরঞ্জাম গ্রহণ করেন জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক।

এ সময় সিভিল সার্জন ছাড়াও এই দুই হাসপাতালের উর্ধতন কর্মকর্তাও উপস্থিত ছিলেন। উল্লেথ্য বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ২০০ জন করোনা রোগীর জন্য প্রস্তুত করা হলেও এ পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন ২৩৩জন।

আর এই হাসপাতালে এর আগে মাত্র দু’টি হাইফ্লো ন্যাজাল ক্যানোলা দিয়ে ষংকটাপন্ন রোগীদের কিৎিসা দিতে চিকিৎসকরা হিমশিম খাচ্ছিলেন।