বগুড়ায় চাচীর নামে মিথ্যা ই-মেইল কান্ডে যুবক গ্রেফতার!

বগুড়ায় এক পত্রিকা অফিসের নারী কর্মকর্তার নামে মিথ্যা ইমেইল কান্ডের ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় মির্জা শামীম হাসান নামে এক যুবককে গ্রেফতার করেছে বগুড়া জেলা পুলিশের সাইবার ইউনিট।

অভিযোগকারী ওই নারী গ্রেফতার হওয়া যুবকের সম্পর্কে চাচী হন। মির্জা শামীম ওই নারীর প্রেমে পড়েছিলেন বলে স্বীকার করেছেন।

শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো চলছে। এর আগে বৃহস্পতিবার ঢাকা হাতিরঝিল ২১১/ বি উলন পশ্চিমপাড়া এলাকা থেকে শামীমের ভাড়াবাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি বগুড়া সদর উপজেলার ছিলিমপুর এলাকার বাসিন্দা। তার স্থায়ী ঠিকানা বগুড়ার সারিয়াকান্দি উপজেলার জোরগাছা গ্রাম। তার বাবার নাম মির্জা সেলিম রেজা।

জেলা পুলিশের সাইবার ইউনিটের ইনচার্জ (পরিদর্শক) এমরান মাহমুদ তুহিন বলেন, ভুক্তভোগী নারীর নাম ও ছবি ব্যবহার করে তার চরিত্র নিয়ে মিথ্যা ও বানোয়াট কথা তুলে ধরে স্থানীয় সাংবাদিকদের ই-মেইল করতেন শামীম। এ বিষয়ে গত ২৫ জুন বগুড়া সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন ভুক্তভোগী নারী।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীম বলেছেন, ওই নারীকে (তার চাচী) তিনি পছন্দ করতেন। এ বিষয়টি তার চাচী জানতে পেরে তার সঙ্গে সব ধরণের যোগাযোগ বন্ধ করে দেন। পরবর্তীতে বগুড়ার সাংবাদিকদের ই-মেইল অ্যাড্রেস সংগ্রহ করে ওই নারীকে নিয়ে মিথ্যা বানোয়াট ও কাল্পনিক ভাষায় জঘন্য বার্তা পাঠিয়ে দেন। শামীমের উদ্দেশ্য ছিল তার চাচীর সঙ্গে চাচার সম্পর্ক নষ্ট করে দেয়া। আর ওই সুযোগের ব্যবহার করে চাচীকে নিজের কাছে নিয়ে যাওয়া।