বগুড়ায় বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার, গ্রেফতার ২
বগুড়ার শাজাহানপুর উপজেলায় মাদক বিরোধী অভিযানে ৬ হাজার ৬০০ পিস ইয়াবা ও ৪ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-১২।
১১জুলাই রোববার বিকেলে ঢাকা-বগুড়া মহাসড়কের বি-ব্লক এলাকায় চেকপোস্ট বসিয়ে ইয়াবা ও গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, পাবনা সদর উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুর এলাকার হামিদুর রহমান (৪০) ও কুমিল্লার তিতাস উপজেলার আকালিমা গ্রামের সাজ্জাদ হোসেন (৩৫)।
অভিযানে মাদক বহনের কাজে ব্যবহৃত পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৮-৮৩১০) জব্দ করেছে র্যাব। এছাড়া গ্রেফতার দুজনের কাছে থাকা তিনটি মুঠোফোন , চারটি সিমকার্ড ও নগদ ১১ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
এ তথ্যগুলো নিশ্চিত করেছেন বগুড়া র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার (সহকারী পুলিশ সুপার) কিশোর রায়।
র্যাব কর্মকর্তা কিশোর রায় বলেন, গ্রেফতার দুজনই মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন