বঙ্গবন্ধু বিপিএলের খেলা দেখতে স্টেডিয়ামে, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

বঙ্গবন্ধু বিপিএলের ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার খেলা দেখতে মিরপুর স্টেডিয়ামে উপস্থিত হন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যায় ফর্চুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার খেলা উপভোগ করেন প্রতিমন্ত্রী।

ফ্রাঞ্চাইজি ক্রিকেটের আজকের খেলা দেখতে ফরচুন বরিশাল এর আমন্ত্রণে স্টেডিয়ামে যান বাংলাদেশ সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিসিসিবি এর কর্মকর্তাবৃন্দ ও ফরচুন বরিশালের চেয়ারম্যান মিজানুর রহমান।

উল্লেখ্য; ডিআরএস থাকছে না এবারের বিপিএলে। বিদেশি ধারাভাষ্যকার বা আম্পায়ারও পাওয়া যাচ্ছে না। সকল কিছুরই কারণ ওমিক্রন। ওমিক্রন ছড়িয়ে পড়ার কারণে দর্শকহীন মাঠে অনুষ্ঠিত হচ্ছে বিপিএল।

ছয় দলের এবারের বিপিএল ঢাকা, চট্টগ্রাম ও সিলেট এই তিনটি ভেন্যুতে খেলা হবে। টুর্নামেন্টটির ফাইনাল ১৮ ফেব্রুয়ারি।