বঙ্গবন্ধু স্যাটেলাইটের নির্মাণ সম্পন্ন, আগামী মার্চে উৎক্ষেপণ
দেশের প্রথম স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ নির্মাণকাজ পুরোপুরি শেষ হয়েছে। আগামী মার্চ মাসে এর উৎক্ষেপণ করা হবে।
বুধবার বিটিআরসি কার্যালয়ে টেলিকম খাতের সাংবাদিকদের সংগঠন টিআরএনবির নবগঠিত কমিটির সঙ্গে মতবিনিময়ে এ কথা জানান বিটিআরসি প্রধান ড. শাহজাহান মাহমুদ এ তথ্য জানিয়েছেন।
এর আগে চলতি বছরের ডিসেম্বরে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ উৎক্ষেপণ করা হবে বলে জানিয়েছিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
তবে আবহাওয়া অনুকূলে না থাকলে আগাম বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে তা উৎক্ষেপণ করা হতে পারে বলে জানিয়েছিলেন তিনি।
ফ্রান্সে এই স্যাটেলাইটটি তৈরি হচ্ছে। সব ঠিক থাকলে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে এটি উৎক্ষেপণ করা হবে।
সফলভাবে এই উপগ্রহ মহাকাশে গেলে বিশ্বের ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইটের মালিক হবে বাংলাদেশ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন