বঙ্গমাতার ৯৩ তম জন্মবার্ষিকীতে ইবি ছাত্রলীগের দোয়া মাহফিল, বৃক্ষরোপণ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
মঙ্গলবার (৮ আগস্ট) বিকাল সাড়ে ৫ টার দিকে শহীদ জিয়াউর রহমান হল মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় সংগঠনটির শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বঙ্গমাতা শহীদ শেখ ফজিলাতুন্নেছাসহ ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এসময় মোনাজাত পরিচালনা করেন শহীদ জিয়াউর রহমান হল মসজিদের ইমাম বেলায়েত হোসেন।
এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় ও বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি আবু হুরাইরা, ছাত্রলীগ নেতা শাহীন আলম ও কামাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন তারা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন