বঙ্গোপসাগরে গভীর রাতে ফিশিং ট্রলারে আগুন, ১৩ জেলে উদ্ধার
বঙ্গোপসাগরে গভীর রাতে এফবি মার্জিয়া নামের একটি মাছ ধরা ট্রলারে আগুন লেগে ভস্মীভূত হয়ে গেছে।
এসময় ট্রলারে থাকা ১৩ জেলেকে অক্ষাতবস্থায় উদ্ধার করেছে কাছাকাছি থাকা একটি টলিং জাহাজের জেলেরা। তবে অগ্নিকান্ডের ঘটনায় প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্ত ট্রলার মালিক মোঃ মোস্তফা খলিফা।
এদিকে ঘাটে ফিরে আসা উদ্ধারকৃত জেলেরা জানান, গত ২৮ ডিসেম্বর আলীপুর ঘাট থেকে ট্রলারটি গভীর সমুদ্রে মাছ শিকারের উদ্দেশ্যে যাত্রা করে।
কিন্তু মঙ্গলবার (৩ জানুয়ারী) গভীর রাতে মাছ শিকাররত অবস্থায় সৌর ব্যাটারীর সংযোগ থেকে আগুন লেগে মুহুর্তের মধ্যে ট্রলারে থাকা ডিজেলের সংস্পর্সে আগুন ছড়িয়ে যায়। এসময় জেলেরা আগুন নিয়ন্ত্রনের চেষ্টায় ব্যর্থ হয়ে সমুদ্রে ঝাপিয়ে পড়ে দেড় ঘন্টা সমুদ্রে ভাসতে থাকেন। পরে আগুনের লেলিহান শিখা দেখে দূর থেকে একটি জাহাজ এসে ভাসমান জেলেদের উদ্ধার করে। এবং তাদের আলীপুরের মৎস্য ব্যবসায়ী আবুল হোসেন কাজী’র মালিকানাধীন এফবি এলমা-২ ট্রলারে তুলে ঘাটে পৌঁছে দেন।
পরে বুধবার দুপুর দুইটার দিকে ১৩ জেলেসহ ট্রলারটি ঘাটে এসে পৌঁছায়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন