বছরে ছয়টি পরমাণু বোমা বানাতে সক্ষম উত্তর কোরিয়া
বড়সড় মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পরিকল্পনা হাতে নিয়েছে উত্তর কোরিয়া। চলতি বছরের শেষের দিকে উত্তর কোরিয়ার হাতে থাকবে ২০টি পারমাণবিক বোমা বানাবার উপকরণ।
এর ফলে প্রতি বছর দেশটি অন্তত ছয়টি করে পারমাণবিক বোমা বানাতে সক্ষম বলে জানিয়েছে পারমাণবিক অস্ত্র বিশেষজ্ঞদের একটি দল।
জাতিসংঘের ছয়দফা নিষেধাজ্ঞা জারি করা সত্ত্বেও উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা থেমে থাকেনি। ওই বিশেষজ্ঞ দলের প্রধান সিগফ্রায়েড হেকার জানিয়েছেন, প্রতি বছর প্রায় ১৫০ কেজি ইউরেনিয়াম সমৃদ্ধ করছে উত্তর কোরিয়া।
সোমবার ওয়াশিংটনের জন হপকিন্স ইউনিভার্সিটির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে তিনি লেখেন, ওই বিপুল পরিমাণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ফলে বছরে ছয়টি করে পারমাণবিক বোমা বানানোর সক্ষমতা অর্জন করেছে দেশটি। উত্তর কোরিয়ার কাছে বর্তমানে ৩২ থেকে ৫৪ কেজি প্লুটোনিয়াম মজুদ রয়েছে বলেও ওই প্রতিবেদনে জানানো হয়।
এর আগে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী হান মিন-কু জানিয়েছেন, উত্তর কোরিয়ার কাছে প্রায় ৪০ কেজি প্লুটোনিয়াম রয়েছে।
উত্তর কোরিয়ার পারমাণবিক ক্ষমতার বৃদ্ধির প্রশ্নটি সামনে আসে গত সপ্তাহে তাদের ষষ্ঠ পারমাণবিক পরীক্ষার পর। ওই পারমাণবিক পরীক্ষাটিকে তাদের পারমাণবিক পরীক্ষার ইতিহাসে সবচেয়ে শক্তিশালী বলে মনে করছে দক্ষিণ কোরিয়া।
উত্তর কোরিয়া আগে থেকেই দাবি করে আসছে, তারা পারমাণবিক বোমা বহনে সক্ষম মধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে সক্ষম হয়েছে।
তবে উত্তর কোরিয়ার প্রকৃত পারমাণবিক সক্ষমতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন