বন্যা পরিস্থিতি আরো অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

সারা দেশে বন্যায় প্রায় ২০ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান বলেছেন, বন্যা পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

শনিবার (৬ জুলাই) দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

মো. মহিববুর রহমান বলেন, সারা দেশে এ পর্যন্ত ১৫টি জেলা বন্যার কবলে পড়েছে। এতে প্রায় ২০ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় প্রয়োজনীয় ত্রাণ পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, ৩ কোটি ১০ লাখ টাকা নগদ সহায়তা দেয়া হয়েছে। ৮ হাজার ৭০০ মেট্রিক টন চাল দেয়া হয়েছে।

প্রতিমন্ত্রী আরও জানান, বন্যা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হতে পারে। আগামী মাসে আবারও বন্যা দেখা দিতে পারে। আক্রান্ত হতে পারে আরও বিভিন্ন জেলা।

তবে বন্যার ক্ষয়ক্ষতি মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে বলে জানান দুর্যোগ প্রতিমন্ত্রী।