বশেমুরবিপ্রবিতে কর্মকর্তা কর্তৃক কর্মচারী লাঞ্চিতের ঘটনায় একাধিক লিখিত অভিযোগ
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) রেজিস্ট্রার দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা কিমিয়া সুলতানা তন্বী কর্তৃক একই দপ্তরের দৈনিক মজুরী ভিত্তিক নিয়োজিত কর্মচারী সুমি খানম এর সাথে অশোভন আচরণ, গালি-গালাজ এবং মারতে উদ্যত হওয়ার বিষয়ে রেজিস্ট্রার দপ্তরে একাধিক লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
ভুক্তভোগী সুমি খানমের পাশাপাশি একই ঘটনাকে কেন্দ্র করে দৈনিক মজুরী ভিত্তিক কর্মরতদের পক্ষে রিপন গাজী আরেকটি অভিযোগ করেছেন।
উভয় ঘটনায় রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগে বলা হয়েছে, গত ২৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৩০৫ নং কক্ষে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিমিয়া সুলতানা তন্বী তার দপ্তরের দৈনিক মজুরী ভিত্তিক কর্মচারী সুমি খাতুনকে বারবার মারতে উদ্যত হন এবং গালি-গালাজ ও অশোভন আচরণ করেন।
এ বিষয়ে অভিযুক্ত কিমিয়া সুলতানা তন্বী বলেন, “আমি কি আপনার সাথে আলোচনা করতে বাধ্য? আমি এ বিষয়ে কিছু বলবো না।”
এদিকে এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন তারা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন