বসন্ত || নাজমীন মর্তুজা

বসন্ত
নাজমীন মর্তুজা


বসন্তের কাঁটা কি সেখানে থমকে গেছে
যে সময়কে স্মৃতি বন্দি করে রেখে এসেছি
ঝাঁপি ভর্তি ফুল তার তলে দু-হাতের আবদার
আঙুল ছুঁয়ে, চোখের তারায় ঠোঁটের কোনে।

এই সেইবসন্ত, যে উৎসবে কিনেছিলে শর্ত ও শপথে
মেলার বাঁশির মত আনা কি দু আনায়
আরো কাছে চলে আসলাম
যত কাছে আমি আমার থাকি।

দিলে প্রেম ঋতু হিমশীতল সঙ্গম
তারপর ছুটতে থাকলো তোমার পিছু
অবাধ্য শাড়ির আঁচল
উড়ে যায় ফুলে উঠে
কোমড়ে পেঁচিয়ে সংহত হই।

ঋতু ধরা শেখালে খুব গোপনে নির্মাণ শিল্পে
হৃদয় রুয়ে তাতে বাগান করেছি
আসছে চন্দনা কাঠবেড়ালী প্রজাপতি
তারপর থেকে বসন্ত ঋতুকে বৈবাহিক মনে হয়
সহপুরুষের মত
ভয়হীন দ্বিধাহীন ফুটতে শিখলাম কৃষ্ণচূড়ার মত
কৌশল জেনে ফাল্গুন মাসে!