বাংলাদেশকে ১ কোটি টিকা দেবে ইউরোপীয় ইউনিয়ন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/09/a-20210902150259.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশকে এক কোটি ডোজ টিকা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৃহস্পতিবার এক ভার্চুয়াল আলোচনায় এই প্রতিশ্রুতির কথা বলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনজি টিরিংক।
কসমস ফাউন্ডেশন আয়োজিত ‘বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক: ভবিষ্যৎ সম্ভাবনা’ শীর্ষক ওয়েবিনারে মূল বক্তব্য দেয়ার সময় রেনজি টিরিংক বলেন, ‘আমরা বাংলাদেশকে এক কোটি ডোজ টিকা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছি। আমরা জানি যে, এটা পর্যাপ্ত নয়। আশা করি, বাংলাদেশকে আরও বেশি দিতে পারব।’
করোনা টিকা নিয়ে অসম বণ্টনের ব্যাপারে বিশ্বব্যাপী আলোচনা চলছে। বহু ধনী দেশ প্রয়োজনের তুলনায় অতিরিক্ত টিকা মজুত করে রাখছে। মেয়াদ ফুরিয়ে যাওয়া তা ফেলে দিচ্ছে। অন্যদিকে, দরিদ্র দেশগুলো টিকা পাচ্ছে না। সম্প্রতি বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সেই সাথে তিনি দরিদ্র দেশগুলোকে সহযোগিতার ক্ষেত্রে ইইউ সহ উন্নত দেশগুলোর উদ্যোগহীনতার সমালোচনা করেন।
পররাষ্ট্রমন্ত্রীর এই সমালোচনার জবাব দিতে গিয়ে ইইউ রাষ্ট্রদূত বলেন, ‘আমরা বলতে পারি বিশ্বে করোনা মোকাবেলায় ইইউ চালিকা শক্তি হিসেবে কাজ করছে। আমরা কোনো দেশকে ছোট করে দেখি না। উন্নয়নশীল দেশগুলোকে আমরা সহযোগিতা করতে চাই। আমাদের অবদানকে ছোট করে দেখবেন না।’
টিকা প্রসঙ্গে ইইউ রাষ্ট্রদূত বলেন, ‘আমরা চলতি বছরের মধ্যে বিশ্বব্যাপী ২০ কোটি ডোজ টিকা সহায়তা দেব। ২.৪ বিলিয়ন ইউরো দেয়ার মাধ্যমে কোভ্যাক্স কার্যক্রমে দ্বিতীয় সর্বোচ্চ দাতা ইইউ। পাশাপাশি ইইউ এবং এর সদস্য দেশগুলো থেকে ১৬ বিলিয়ন ইউরো দেয়ার প্রতিশ্রুতি তো রয়েছেই। করোনা পরীক্ষা, চিকিৎসা ও বৈশ্বিক পুনরুদ্ধারে এই অর্থ খরচ হবে।’
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন