বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ব্রিটেনের সঙ্গে ভারতের আলোচনা
ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশের সমসাময়িক ঘটনাবলি নিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে আলোচনা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
বৃহস্পতিবার (৮ আগষ্ট) এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) একটি পোস্টে এই বিষয়টি জানিয়েছেন জয়শঙ্কর।
ওই পোস্টে তিনি লেখেন, আজ যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির কাছ থেকে ফোন পেয়েছি। বাংলাদেশ ও পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
তবে ভারত কিংবা যুক্তরাজ্য কেউই শেখ হাসিনার পরবর্তী গন্তব্য সম্পর্কে প্রকাশ্যে মন্তব্য করেনি।
আপাতত দিল্লিতে একটি সুরক্ষিত ঠিকানাতে রয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত এ সাবেক প্রধানমন্ত্রী।
তিনি যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে প্রত্যাখ্যাত হয়েছেন এমন গুঞ্জনের মুখে তার পুত্র সজীব ওয়াজেদ জয় এই তথ্যকে অসত্য বলে দাবি করেছেন
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন