বাংলাদেশের ফুটবল উন্মাদনা ফিফার অফিসিয়াল পেজে!
বিশ্বকাপে খেলতে না পারলেও বাংলাদেশের ফুটবল উন্মাদনা স্থান করে নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা ফিফার অফিসিয়াল পেজে।
শুধু এশিয়া নয়, পুরো বিশ্বকাপজুড়ে বাংলাদেশের ফুটবল সমর্থকদের ভালোবাসা দেখানোর ব্যবস্থা করল ফিফা। সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের ফুটবল উন্মাদনা নিয়ে পোস্ট করা পুরান ঢাকার গোল ফেস্টের তিনটি ছবি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বড় পর্দায় খেলা দেখার একটি ছবি পোস্ট করে ‘ফিফা ওয়ার্ল্ড কাপ’ নামক পেজটি করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
বিশ্বকাপ চলে এসেছে শেষের দিকে। কারও পছন্দের দল রয়ে গেছে, কারও আবার হেরে গেছে। তবু যেন খেলা দেখা বন্ধ হয়নি কারও। অন্য দেশের মতো বাংলাদেশও কাঁপছে বিশ্বকাপ-জ্বরে।
তবে ফাইনালের মধ্য দিয়ে ১৫ জুলাই পর্দা নামছে রাশিয়া বিশ্বকাপের। ইতোমধ্যে কমেন্ট বক্সে বাংলাদেশিদের শুভেচ্ছা বার্তায় সয়লাব পুরো পোস্টটি। ছবির ক্যাপশনে ফিফা লিখেছে- বিশ্বকাপে কখনই জায়গায় করে নিতে না পারলেও বাংলাদেশ বিশ্বের অন্যতম দেশ, যেখানে নিবেদিত ফুটবল সমর্থক রয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন